কক্সবাজারটপ নিউজ

কক্সবাজারে গঠিত হলো ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন

সভাপতি মঈনুল হাসান পলাশ সম্পাদক ফয়সাল মাহমুদ সাকিব

নিজস্ব প্রতিবেদক।

পর্যটন বান্ধব কক্সবাজার এবং পর্যটন বিষয়ে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে অধিকতর সচেতনতা তৈরীর লক্ষ্যে স্বেচ্ছাসেবার আদর্শে গঠিত হয়েছে কক্সবাজার ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন।

শনিবার ২৭ এপ্রিল সকাল ১১ টায় হোটেল শৈবালের সাগরিকা রেস্তোরাঁয় সংগঠনটির কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটিতে দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক ও কক্সবাজার সিটি কলেজের ট্যুরিজম বিভাগের প্রধান মঈনুল হাসান পলাশকে সভাপতি এবং গণমাধ্যম ও সমাজকর্মী ফয়সাল মাহমুদ সাকিবকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

এছাড়া দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার আহমেদ গিয়াসকে সহ সভাপতি, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি ও দৈনিক দৈনন্দিনের এসাইনমেন্ট এডিটর শাহেদ ফেরদৌস হিরুকে সহ সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম মো:রাশেদকে সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়েছ সমুদ্রকন্ঠের মফস্বল সম্পাদক মোঃ সেলিম সরওয়ার চৌধুরীকে। কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন গণমাধ্যম ও সমাজকর্মী মোঃ বিন আব্দুল্লাহ ম্যাক্স, কক্সবাজার সিটি কলেজের ট্যুরিজম বিভাগের প্রভাষক তানজিল আহমেদ ও উদ্যোক্তা ও একাডেমিক কনসালটেন্ট আদহাম বিন ইব্রাহিম।

সদস্য নির্বাচিত হয়েছেন টেকনাফ টুডে’র সম্পাদক নুরুল করিম রাসেল ও ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি শাহী কামরান।

সভাপতি মঈনুল হাসান পলাশ বলেন, ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশ একটি আদর্শ পর্যটন কেন্দ্র হিসেবে কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যায়ে উন্নীত করতে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্তকরণকে অপরিহার্য মনে করে। তাই পর্যটন সংশ্লিষ্ট সকল পক্ষের যৌথ অংশ গ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে সকলের সাথে একযোগে কাজ করতে আগ্রহী কক্সবাজার ট্যুরিজম জার্নালিস্ট এসোসিয়েশন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button