কক্সবাজারটপ নিউজ

কক্সবাজারে বোরকা বাহিনী : টার্গেট পর্যটক, চক্রের ২৫ জন আটক

জাহেদ হাসান : কক্সবাজার হোটেল মোটেল জোনে পর্যটকদের টার্গেট করে ছিনতাই, ব্ল্যাকমেইলিং,মাদক ব্যবসা,মাদক সেবন সহ অসামাজিক কার্যকলাপে সক্রিয় এমনি এক বাহিনীর সন্ধান পায় টুরিস্ট পুলিশ। টুরিস্ট পুলিশ জানতে পারে এই বাহিনীর নাম বোরকা বাহিনী। এই বাহিনীর সদস্যরা কক্সবাজার আগত পর্যটকদের টার্গেট করে কৌশলে তাদের আস্তানায় নিয়ে এসে আটকে রেখে পর্যটকের সর্বস্ব লুট করে নেয়।

পর্যটকদের নিরাপত্তা ও পর্যটন জোনকে অপরাধ মুক্ত করতে এই বোরকা বাহিনীকে আইনের আওতায় আনতে টুরিস্ট পুলিশ তাদের নিজস্ব গোয়েন্দা দিয়ে নজরদারি বৃদ্ধি করে।

অবশেষে এই বোরকা বাহিনীর গোপন আস্তানার সন্ধান পায়। এরি ধারাবাহিকতায় ১ মার্চ (শুক্রবার) রাতে টুরিস্ট পুলিশের নিকট খবর আসে এই বোরকা বাহিনী দ্বারা এক পর্যটক হয়রানি ও তার মালামাল লুট হয়েছে।এমন তথ্যের ভিত্তিতে সাথে সাথে টুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এর নেতৃত্বে পুলিশের একটি টিম লাইট হাউজ এলাকা সংলগ্ন আবাসিক কটেজ জোন এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করেন।এসময় বাহিরে তালাবদ্ধ একটি সাইনবোর্ড বিহীন কটেজে (যা বোরকা বাহিনী গোপন আস্তানা হিসেবে ব্যবহার করে) অভিযান চালিয়ে নারী-পুরুষ সহ বাহিনীর ২৫ সদস্যকে আটক করেছে। আটককৃতদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৯ জন নারী। তারা কক্সবাজারের মহেশখালী, ঈদগাঁও,সাতকানিয়া ও লক্ষীপুরের বাসিন্দা।

কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ প্রেস ব্রিফিং এ বলেন, পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ কাজ করছে। কোথাও কোন পর্যটক হয়রানি, ছিনতাই বা অপ্রীতিকর ঘটনার শিকার না হয় সে লক্ষ্যে টুরিস্ট সজাগ রয়েছে।পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের গোয়েন্দা টিম কাজ করছে।

টুরিস্ট পুলিশের গোয়েন্দা টিম আবিস্কার করে বোরকা পরিহিত একটি বাহিনী সৈকতে আগত পর্যটকদের টার্গেট করে কৌশলে গোপন আস্তানায় নিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে এবং এই গোপন আস্তানা থেকে মাদক সরবরাহ, মাদক সেবন সহ অসামাজিক কার্যকলাপ চলে।

গতকাল এক পর্যটকের মালামাল ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাই টুরিস্ট পুলিশ। এরি প্রেক্ষিতে টুরিস্ট পুলিশ বাহির থেকে তালাবদ্ধ একটি কটেজে (বোরকা বাহিনীর গোপন আস্তানা) অভিযান চালিয়ে নারী-পুরুষ সহ ২৫ সদস্যকে আটক করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, সাংস্কৃতিক কেন্দ্রের পূর্বপাশের কটেজ জোনকে একটি সিন্ডিকেট অপরাধের স্বর্গরাজ্য বানিয়ে রেখেছে। এখানে সাইনবোর্ড বিহীন একাধিক কটেজ বাহির থেকে তালাবদ্ধ করে ভিতরে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গতকালের অভিযানের সময়ও পুলিশ বাহির থেকে তালাবদ্ধ পাই।পুলিশ তালা ভেঙে ভেতরে ঢুকার সাথে সাথে অনেকে গোপন রাস্তা (সুড়ঙ্গ) দিয়ে পালিয়ে যায়। আটককৃতরা মাদক সরবরাহসহ নানা অপকর্মে জড়িত।অপরাধীদের মূল হোতাদের চিহ্নিত করা হয়েছে। তাদেরও আইনের আওতায় আনা হবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button